গণভোটে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে রাজি রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময় নিয়ে শেষ দিনেও দলগুলো একমতে আসতে পারেনি। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। জামায়াতে ইসলামী চায় আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর সনদের ভিত্তিতেই হবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। ফলে এ বিষয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়েছে। এ অবস্থায় আগামীকালের মধ্যে সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ করবে ঐকমত্য কমিশন। তবে সংশ্লিষ্টরা বলছেন, যখনই হোক ব্যালটে গণভোটের দুইটি অংশ থাকবে। সনদের যে সব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো নিয়ে একটি প্রশ্ন। আবার যে সব প্রস্তাবে কোনো দল নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে, সেগুলো থাকবে আলাদা। ভোটাররা সেখানে দুইটিতেই আলাদাভাবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিতে পারবেন। প্রসঙ্গত, জুলাই সনদে ৮৪টি প্রস্তাবের...