ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটা শিশু জন্মগ্রহণ করার পর আকিকা দিয়ে তার নাম রাখতে হয়। এই সরকার কি সাংবিধানিক সরকার? ‘অন্তর্বর্তীকালীন’ কোনো শব্দ কি আমাদের সংবিধানে আছে? তাহলে এই সরকারকে আইনি ভিত্তি তৈরি করে তার নাম রাখতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয়, সবার আগে এই সরকার আইনের মারপ্যাঁচে পড়ে সবচেয়ে বেশি বিচারের মুখোমুখি হবে। সুতরাং ড. ইউনূস সাহেব যদি এটা বুঝতে না পারেন, তাহলে বিপদ কিন্তু উনারই সবচেয়ে বেশি হবে।বুধবার (৮ অক্টোবর) রাতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।ড. রেজাউল করিম বলেন, যারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন...