যমুনা সার কারখানায় গ্যাস সংকটে প্রায় ২১ মাস বন্ধ রয়েছে উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সংকটে প্রায় ২১ মাস বন্ধ রয়েছে ইউরিয়া সার উৎপাদন। এতে করে যমুনার কমান্ড এরিয়ায় ইউরিয়া সার সংকটের আশঙ্কায় রয়েছে কৃষক।অপরদিকে, কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন কারখানার সঙ্গে জড়িত প্রায় তিন হাজার শ্রমিক। উৎপাদন বন্ধের পর থেকেই বিভিন্ন সময় এলাকাবাসী গ্যাস সংযোগ দিয়ে কারখানাটি চালুর দাবি জানালেও আশ্বাসেই কেটে গেছে ২১ মাস।সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৯০ সালে কারখানা প্রতিষ্ঠার পর থেকে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং উত্তরাঞ্চলে দুই বিভাগের ১৬টি জেলাসহ প্রায় ২১টি জেলা সারের চাহিদা মিটিয়ে আসছে এ কারখানা থেকে। দেশের সকল জেলার ব্যবহার উপযোগী যমুনার সারের চাহিদাও বেশি।অপরদিকে, কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই এর সঙ্গে জড়িয়ে পড়ে প্রায় তিন...