আফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালেবান সরকারের একটি সূত্র বিবিসি আফগানকে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। আফগানিস্তানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ সামাজিকমাধ্যমগুলোতে নির্দিষ্ট ধরনের কনটেন্টে বিধিনিষেধ আরোপের জন্য ফিল্টার প্রয়োগ করা হয়েছে। ঠিক কী ধরনের পোস্ট ফিল্টারিংয়ের আওতায় আসবে তা অবশ্য স্পষ্ট করা হয়নি। কাবুলের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিবিসিকে জানান, তাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও আর দেখা যাচ্ছে না, একইসঙ্গে ইনস্টাগ্রামে প্রবেশও সীমিত করা হয়েছে। দেশজুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো। ঐ ৪৮ ঘণ্টা ইন্টারনেট না থাকার ফলে দেশটিতে ব্যবসা-বাণিজ্য এবং বিমান চলাচল ব্যাহত হয় এবং জরুরি পরিষেবাগুলো পাওয়া সীমিত হয়। গত মঙ্গলবার...