ক্রীড়া মন্ত্রণালয়ের আনুকূল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একতরফা নির্বাচনের প্রভাব যে ভালো হবে না, খুব দ্রুতই সেই চিত্র ফুটে উঠছে। নির্বাচন হয়েছে সোমবার। পরদিনই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর তাঁর পরিচালনা পর্ষদ ঘটা করে ‘এ নাইট অব সেলিব্রেশন’ নামের এক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। আর বুধবার গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকে লিগসহ সকল ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিল ক্লাব সংগঠকদের বড় একটি অংশ। যাঁরা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন কিংবা শেষ মুহূর্তে বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরাই মুখ খুললেন। বিসিবির সাম্প্রতিক নির্বাচনকে তাঁরা বললেন ‘একতরফা’ ও ‘অবৈধদের খেলা’। তাঁদের মধ্যে আছেন তামিম ইকবালও। যিনি নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়িয়েছেন।বিসিবি নির্বাচন বাতিল না হলে আবাহনী-মোহামেডানসহ ৪৮ ক্লাব লিগ বর্জনের হুমকি দিয়েছিল ৪ অক্টোবর। সংবাদ সম্মেলনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন,‘আমরা একই কথা...