জাপানের হোক্কাইডো দ্বীপের ৮০ বছর বয়সী নারীকে অনলাইনে এক প্রতারক প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ ইয়েন (প্রায় ৫ হাজার পাউন্ড) হাতিয়ে নিয়েছে। প্রতারক নিজেকে ‘মহাকাশে আটকে পড়া এক নভোচারী’ বলে দাবি করে অর্থ চেয়েছিল। হোক্কাইডো পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাসে ওই নারীর সঙ্গে প্রতারকের পরিচয় হয়। তিনি নিজেকে এক নভোচারী হিসেবে পরিচয় দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ওই ব্যক্তি নারীকে বলে, তিনি বর্তমানে মহাকাশে একটি নভোযানে আছেন এবং আক্রমণের মুখে পড়েছেন। এখন অক্সিজেন কেনার জন্য জরুরি টাকার প্রয়োজন। একাকী বসবাস করা নারীটি তখন প্রায় ১০ লাখ ইয়েন তার কাছে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন এটি একটি ‘রোমান্স স্ক্যাম’। এই স্ক্যামে প্রতারকরা প্রেমের সম্পর্কের ভান করে অর্থ হাতিয়ে নেয়। হোক্কাইডো পুলিশ...