প্রায় সাড়ে সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যান। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন। কিছুক্ষণ অপেক্ষা করে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন। এর আগে রাত ১০ টার পরে নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন ফিরোজা থেকে বের হন। গাড়িতে দলীয় পতাকা ছিল। এ সময় সঙ্গে ছিলেন তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। জিয়াউর রহমানের মাজারের সামনে...