কন্যা শিশু বড় হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে মন্তব্য করেছেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। রাজস্থলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা। আলোচনা সভায় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সভায় প্রেস ক্লাবের সভাপতি বলেন, নারীদের ক্ষেত্রে বর্তমানে বৈষম্য অনেক কমেছে এবং তারা পুরুষের পাশাপাশি সমানভাবে চলবে। Your email address will not be published.Required fields are marked* কন্যা শিশু বড় হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে মন্তব্য করেছেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। বুধবার (৮ অক্টোবর) জাতীয়...