০৯ অক্টোবর ২০২৫, ১২:২৯ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৯ এএম রাজধানীর গুলশানে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত দেলোয়ারের চাচা জানান, দেলোয়ার হোসেন মঙ্গলবার দিবাগত রাতে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে গুলশান আজাদ মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তার রিকশায় ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। দিবাগত রাত সোয়া ৩টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আন্ধা...