আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু ।বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ ইতোমধ্যে পাস হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনেhttps://scholarship.jnu.ac.bdলিংকে প্রবেশ করে বৃত্তির আবেদন করতে পারবে।অফিস আদেশে আরও বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট লিংকে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন জমা দিতে পারবে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ...