বেশ কিছু মাস ধরে আলোচনায় চলতি মৌসুমে বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের একটি ম্যাচ আয়োজন হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। মঙ্গলবার উয়েফা ম্যাচটি আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে। ফিফার কিছু আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিল লা লিগা, বার্সা এবং ভিয়ারিয়াল। এবার নিশ্চিত হল আয়োজনের বিষয়টা। প্রথমবারের মতো লা লিগার একটি ম্যাচ আয়োজন হবে স্পেনের বাইরে, ম্যাচটি হবে মিয়ামিতে। ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যা লা লিগা এবং স্প্যানিশ ফুটবলের জন্য একটি ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে। এটি হবে স্পেনের বাইরে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক স্প্যানিশ লিগ ম্যাচ। সংস্থার মতে, এই পদক্ষেপের লক্ষ্য স্প্যানিশ ফুটবলকে বিশ্বব্যাপী দর্শকদের আরও কাছে নিয়ে আসা এবং লিগের আন্তর্জাতিক মান শক্তিশালী করা। লা লিগা একটি বিবৃতিতে বলেছে, ‘এই ম্যাচের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি যা, লা লিগা এবং স্প্যানিশ...