হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে বুধবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের মধ্যমণি হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে লাল-সবুজের দেশের প্রতিপক্ষ হংকং চায়না। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল।ম্যাচটি খেলতে সোমবার রাতে ঢাকা এসেই ঘাম ঝরানো অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছে হংকংয়ের ফুটবলাররা। ম্যাচটি যেমন বাংলাদেশ জিততে চায়; অভিন্ন লক্ষ্য হংকংয়েরও। কেননা গ্রুপে তাদের অবস্থান খুব ভাল। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ গোলে। এখনো চার ম্যাচ বাকি জামাল-তপুদের। হংকংয়ের বিপক্ষে দুই লড়াইয়ের পর বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ঢাকায় ১৮ নভেম্বর। আগামী...