রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক বৃদ্ধকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাবেক শিবির নেতা ও জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস. এম. শাহাদুল ইসলাম (৮০) বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। অভিযুক্ত সোহেল মাহমুদ (৩৫) ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পার্শ্ববর্তী চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে শাহাদুল ইসলাম বাদী হয়ে সোহেল ও তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শাহাদুল ইসলাম দাবি করেন, জামায়াত কর্মী সোহেল মাহমুদ ও তার সহযোগীরা তাকে মারধর করেন। বৃদ্ধের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা...