আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়তের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) বাদ জোহর রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত বৈঠকে সভায় সভাপতিত্ব করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্যসচিব ও আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, ইন্টারন্যাশনাল...