দীর্ঘ ৯ বছর পর মাদারীপুর জেলার শিবচর পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার ( ৮ অক্টোবর ) রাত পৌনে দশটার দিকে মাদারীপুর জেলা বিএনপি'র স্বাক্ষরিত এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখিত শিবচর পৌরসভা বিএনপি'র প্রস্তাবিত কমিটিতে ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। মো.আবুল কালাম আজাদ মল্লিককে আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা সেলিম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত প্রস্তাবিত কমিটিতে ত্যাগী ও দলীয় কার্যক্রমে অবদান রাখায় তাদেরকে কমিটিতে রেখে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান,যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শফিক বেপারী,ইমতিয়াজ হোসেন চৌধুরী,মোঃ হাসান আব্দুল্লাহ, সাইদুজ্জামান নাছিম,মোঃ পান্নু গোমস্তা, মোঃআব্দুল মান্নান...