আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এভাবেই হতাশায় পুড়তে হয় বাংলাদেশের নারী ক্রিকেটারদের নারী বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশের হাতের মুঠোয় থেকে স্বপ্নময় এক জয় কেড়ে নিলেন ভারতীয় আম্পায়ার। গোয়াহাটিতে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০৩ রানে ষষ্ঠ উইকেটের পতনে টাইগ্রেসরদের জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু শেষ পর্যন্ত হিদার নাইটের অপরাজিত ৭৯ রানে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা। অথচ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে দু’বার আউট হয়েছিলেন নাইট। দুবারই থার্ড আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালের বিতর্কিত সিদ্ধান্তে কপাল পোড়ে নিগার সুলতানা জ্যোতিদের। ভিডিও রিপ্লেতে স্পষ্ট প্রমাণ না পাওয়ায় তিনি নাইটকে দেওয়া অনফিল্ড আম্পায়ারের দুটি আউটের সিদ্ধান্ত বদলে দেন। ইংলিশ তারকা নিজেও ম্যাচ শেষে থার্ড আম্পারের কৃপার কথা স্মরন করেছেন! বিপরীতে হতাশা ঝড়েছে...