গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আলোচনার বিষয়বস্তু ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবাই ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আগ্রহভরে অপেক্ষা করছে। এ সময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।আমীর খসরু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। বিষয়টি আমাদের জানোনো হয়েছে। বাংলাদেশের নির্বাচনে ইইউ’র অবদান সব সময়ই থাকে। এবারও...