তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ধসে ২২১ রানে থেমেছে টিম টাইগার্স। পরে বল হাতে ভালো করলেও স্বল্পপূঁজির ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি লাল-সবুজের দল। আফগানদের কাছে ৫ উইকেটে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৮.৫ ওভার ব্যাট করে ২২১ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান। রানতাড়ায় নেমে আফগান ব্যাটারদের মধ্যে ফিফটি করেছেন দুজন। রহমানুল্লাহ গুরবাজ ৭৬ বলে ৫০ এবং রহমত শাহ ৭০ বলে ৫০ রান করেন। ভালো করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন। বাকিদের মধ্যে হাশমতউল্লাহ শহিদি ৪৭ বলে ৩৯...