আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।তিনি বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার যেন জনগণ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসাথে কাজ করতে হবে।বুধবার (৮ অক্টোবর) বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি শিব মন্দির মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো আমরা যাতে ভোট দিয়ে আমাদের পছন্দে প্রার্থীকে নির্বাচন করতে পারি। আমার ভোটটা যেন আমরা নিজে দিতে পারি। গত ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি, এখন যেন সেই ভোটটা দিতে পারি। এজন্য বিএনপি বলুন, জামায়াত বলুন, জাতীয় নাগরিক পার্টি বলুন, ইসলামী আন্দোলন বলুন, সবাইকে...