ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেখানকার বাংলাভাষী মুসলিম সম্প্রদায়। এ নিয়ে দেশটির পূর্ব সীমান্ত অঞ্চলের শেরশাহবাদী মুসলিমরা উদ্বেগে রয়েছেন। সেখানকার বিজেপি নেতারা এই সম্প্রদায়ের লোকদের বাংলাদেশ থেকে আসা ‘রাক্ষস’ বলে হেনস্তা করছেন। খবর আলজাজিরার। বিজেপি নেতৃত্বাধীন জোটের এক বর্ষীয়ান নেতা এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঞ্জি প্রকাশ্য জনসভায় ওই সম্প্রদায়কে ‘বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করার পরই মূলত উত্তেজনা বাড়ে। এতে শেরশাহবাদী মুসলিমরা গভীরভাবে আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা বলছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আরও পড়ুনআরও পড়ুনভারতের যেকোনো আগ্রাসনে ‘বিধ্বংসী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে ধর্মীয় মেরুকরণ ঘটাতে এবং ভোটের আগে বিদ্বেষমূলক প্রচারণা চালাতে বিজেপি কৌশলগতভাবে ‘অনুপ্রবেশকারী’র বিষয়টি সামনে আনছে।...