আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২২২ রানের টার্গেট ছুঁয়ে ফেলে আফগানরা ৫ উইকেটে, ১৭ বল বাকি রেখেই। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে ১০ রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত (২) বিদায় নিলে দলীয় স্কোর হয় ২৫/২। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও সাইফ হাসান। কিন্তু অভিষেক ম্যাচে ২৬ রান করে সাইফ ফেরেন স্পিনার নাঙ্গোলিয়া খারোতির বলে। ৩ উইকেটে ৫৩ রানে চাপে পড়া বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হৃদয়। দু’জন মিলে ১৪২ বলে ১০১ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন অর্ধশতক। হৃদয় ৮৫ বলে ৫৬ (১ চার, ৩ ছক্কা) এবং মিরাজ ৮৭ বলে...