ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী এবং তার বান্ধবীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেলের’ ম্যানেজার রাজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব এ আদেশ দেন। এদিন আসামি রাজিয়া বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা তাবাসসুম প্রভা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাজিয়াকে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, নাফিসা তাবাসসুম প্রভা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী। গত ১ অক্টোবর মাসিক সাড়ে ৭...