বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রানের দেখা মেলে অহরহ। সেখানে ২২১ রানের পুঁজি একেবারে মামুলি। সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহ-র জোড়া ফিফটিতে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা। ৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের...