০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। ক্রিকেট নিয়েও এসেছে উদ্যোগের ঘোষণা। নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, স্কুল কলেজের মতো মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিসিবি। স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার মাদ্রাসাভিত্তিক ক্রিকেট চালু হলে ক্রিকেটের প্রসারের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট প্রতিভা উঠে আসার নতুন এক সুযোগ তৈরি হবে বলে মনে...