বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই দাবি জানান ‘কাবিলা’ খ্যাত পলাশ। পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ মুহূর্তের মধ্যে তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ পলাশের দেয়া পোস্ট শেয়ার করেছেন। আর কমেন্ট করেছেন সাড়ে ১১ হাজার। পোস্টে লাইক পড়েছে ৭০ হাজার। বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে...