নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পা বিচ্ছিন্ন অবস্থায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মো. নয়নের (৪৯) লাশ উদ্ধারের ঘটনার বিস্তারিত জানিয়েছে পুলিশ। নয়নের স্ত্রী সাবিনা আক্তার ও তার প্রেমিক রাসেল মিলে তাকে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা আক্তার (৪০), তার দুই মেয়ে সুমনা আক্তার (২০), সানজিদা আক্তার (১৮), সাবিনার প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), তার সহযোগী চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)। এর মধ্যে সাবিনা ও দুই মেয়ে এবং চয়নকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মানিককে ফতুল্লার পিলকুনির যে স্থান থেকে নয়নের খণ্ডিত পা...