১৯৫০ সাল মনে করিয়ে দিল গ্রিনল্যান্ড। ২০২১ সালে গ্রিনল্যান্ডে একদিনে যে বিপুল পরিমাণ বরফ-চাদর গলে পানি হলো, তার ক্ষতির পরিমাণ সেই ১৯৫০ সালের এ ক্ষতির কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১২ এবং ২০১৯ সালেও গ্রিনল্যান্ডের বরফ চোখে পড়ার মতো গলেছিল। মেরুবলয়ের ওপর পানিবায়ু পরিবর্তনের প্রভাব দীর্ঘদিনের। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিজ্ঞানীরা। সেই উদ্বেগের মধ্যেই একদিনে গ্রিনল্যান্ডে ২২ গিগাটন বা ১০০ কোটি মেট্রিক টন বরফ গলে পানি হয়ে গেল। বিজ্ঞানীরা বলছেন, যে পরিমাণ বরফ গলেছে তার পানি অনায়াসে গোটা ফ্লোরিডাকে ঢেকে দিতে পারবে। ফ্লোরিডা চলে যেতে পারে অন্তত ২ ইঞ্চি পানির নিচে। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে বরফ গলতে থাকলে, এক সময় গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ জুড়ে বিছিয়ে থাকা বরফের পুরো অংশ গলে যেতে পারে। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে ২০ থেকে ২৫ ফুট!...