০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার অভিযোগে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, বাংলা ভাষাভাষী মুসলিমরা এ অভিযোগের শিকার হচ্ছেন, যা তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে সন্দেহের সৃষ্টি করছে। কিষাণগঞ্জ ও কাটিহার জেলার সীমাঞ্চল অঞ্চলে বসবাসরত মুসলিমরা দীর্ঘদিন ধরে এ অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। এ অভিযোগের ভিত্তিতে বিহারের নির্বাচন কমিশন একটি বিশেষ নিবন্ধন পুনঃসংশোধন অভিযান চালিয়েছে। তবে, বিরোধী দলগুলো এ অভিযানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা দাবি করছে, পদক্ষেপটি মুসলিম ও দলিত ভোটারদের হেনস্থা ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আল জাজিরা ও ইয়াহু নিউজের...