০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তালিকাভুক্তির জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থার আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৭ জুলাই তারা পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আবেদন চেয়েছিল। সেখানে ৩ শতাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই বাছাই করে ৭৩টি প্রতিষ্ঠানের তালিকা করেছে ইসি। বিজ্ঞপ্তি প্রকাশ করার পর আবেদন করা অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি। দেশীয় মোট ৭৩টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা গত ২৮ সেপ্টেম্বর প্রকাশ করে ইসি। ঢাকায় বেশ কিছু সংস্থার দেয়া ঠিকানায় রয়েছে বাসা-বাড়ি, যাদের কেউ পর্যবেক্ষণে জড়িত নন। কোনও কোনও ঠিকানার আবার অস্তিত্বই নেই। কিছু সংস্থার অফিসে চলে অন্য দাফতরিক কার্যক্রম। এসব বিষয় নিয়ে দাবি, আপত্তি, অভিযোগ থাকলে আগামী ২০ অক্টোবরের...