দেশে নারীদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর হার উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ২৫ জন নারী নেত্রীকে নিয়ে ২৩৭টি অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে। তারা দেশের সাতটি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। গুজব বা ভুয়া তথ্য ছড়ানো সাইবার অপরাধীদের বেশি টার্গেট ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনসিপির নেত্রী ডা. তাসনিম জারা ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়েও অপতথ্য ছড়ানোর হার বেশি। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (৮ অক্টোবর) রিউমর স্ক্যানার এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নেত্রীদের নাম বা ছবি ব্যবহার করে ভুয়া বক্তব্য, সম্পাদিত ভিডিও বা এআই কনটেন্ট ছড়ানো হচ্ছে, যা তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। বিভিন্ন...