খবর টি পড়েছেন :২০২শেরপুর জেলা হোটেল রেস্তোরাঁ ও সুইটমিট মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার শহরের নিউ আলীশান হোটেলের তৃতীয় তলায় আয়োজিত সংগঠনের সাধারণ সভায় ওই ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।কমিটিতে সর্বসম্মতিক্রমে হোটেল নিউ আলীশানের স্বত্বাধিকারী এমদাদুল হক হীরা সভাপতি ও অনুরাধা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী বাপ্পী চন্দ্র দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটির অন্য নেতৃবৃন্দ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি ভোলানাথ ঘোষ, সহ-সভাপতি আলহাজ্ব মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাজী মো. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।সভায় জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।এদিকে নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক হীরা ও সাধারণ সম্পাদক বাপ্পী চন্দ্র দে জানান, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে আংশিক কমিটি পুর্ণাঙ্গ করা হবে। শেরপুর জেলা হোটেল রেস্তোরাঁ...