০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সবাই যখন নির্বাচন মুডে আসবে তখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে যাবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ হচ্ছে বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক বেশি সচেতন। বুধবার ডিএমপি হেডকোয়াটার্সে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএমপি ২০টি নতুন গাড়ি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন ২০টি গাড়ির চাবি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা অনেক দিন ধরে। ২০০ গাড়ি কেনা হয়েছে। এরপরও আরও গাড়ি স্বল্পতা থাকবে। তাছাড়া ব্যবস্থাপনার সমস্যাও আছে। ঢাকার ৫০ থানার মধ্যে ২৫...