০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সিলেটজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের জন্য মুখিয়ে আছেন ভোটাররা, আর মনোনয়ন প্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন মাঠ। বিশেষ করে জামায়াতসহ কয়েকটি দল ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে গেছে। তারা নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন কার্যত নির্বাচন যেন আজ-কাল। ডোর-টু-ডোর দৌঁড়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। অন্যদিকে, এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা চোখে পড়ার মতো। অনেকেই মাঠে সক্রিয় হলেও অতীতে দলের দুর্দিনে ছিলেন অনুপস্থিত। এখন হঠাৎ করেই তারা নেতা-কর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছেন, বিভক্ত করছেন তৃণমূলকে। বিএনপির একাধিক নেতার মতে, যোগ্যতা, জনপ্রিয়তা ও পারফরম্যান্স বিবেচনায় মনোনয়ন দেওয়া হবে। তবে দেখা যাচ্ছে, অনেকেই টাকার জোরে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন, যাদের রাজপথের রাজনীতিতে তেমন ভূমিকা নেই, মামলা-জেলও নেই। কেউ কেউ...