০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ফ্যাসিস্টের দীর্ঘ শাসনামলে বিরোধীদলসহ ভিন্ন মত প্রকাশকারী ব্যক্তিদের গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ৩০ বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দায়েরকৃত অভিযোগ আমলে নেয়ার মধ্য দিয়ে এ বিচার শুরু হলো। বিচারের প্রথম ধাপ হিসেবে শেখ হাসিনাসহ অন্য আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পরোয়ানা জারি করেন। গতকাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন মতাদর্শের লোক কিংবা রাজনৈতিক-সাংস্কৃতিক, লেখক-সাংবাদিকদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় রেখে নির্যাতনের বীভৎস বর্ণনা তুলে ধরেন। শুনানি শেষে গুম সংক্রান্ত দুটি অভিযোগ আমলে নেয়ার...