০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম “কোনো দলের ওপর আমাদের ক্ষোভ নেই, ক্ষমা করে দিলাম”। “আমরা জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দিয়েছি”। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওই বক্তব্য দেন যথাক্রমে বিগত ২৮ আগস্ট’২৪ইং এবং ৩ সেপ্টেম্বর’২৪ইং ঢাকায় দু’টি অনুষ্ঠানে। তখন সদ্য গণঅভ্যুত্থানে উৎখাত পলাতক হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকেই ইঙ্গিত করে (নামোল্লেখ না করে) জামায়াত আমিরের দেয়া হঠাৎ ‘মাফ’ বয়ান ঘিরে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া, সন্দেহ ও বিতর্ক তৈরি হয়। দলটিরর ভেতরেও ওঠে নানান গুঞ্জন। সচেতন জনমনে প্রশ্ন ঘুরপাক খায় তাহলে কি দলটির হাত ধরে ফ্যাসিস্টদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে? এরপর চট্টগ্রামের আরেকটি ঘটনা। গত ৬ মে’২৫ইং সন্ধ্যায় চট্টগ্রাম জামায়াতের প্রভাবশালী নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী এক সভায় বলেন, “জামেয়া মাদরাসার প্রত্যেকটি হলে (৫...