০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৬ নম্বরে থাকা হংকং চায়নার বিপক্ষে জিততে পারবে কি ১৮৪তম স্থানে থাকা বাংলাদেশ। তা জানা যাবে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সরাসরি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত না করলেও ভালো খেলার প্রত্যাশা করেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শুধু তাই নয় তিনি জানান, হংকং চায়নার বিপক্ষে ম্যাচটি তার জন্য চ্যালেঞ্জিং। বাংলাদেশ দলের কোচ হিসাবে অনেক ম্যাচেই ডাগআউট থেকে গুরু দায়িত্ব পালন করেছেন ক্যাবরেরা। কিন্তু...