সাংবাদিকতার পবিত্র পেশাকে আড়াল করে কিছু ব্যক্তি ও চক্র বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং,ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক প্রভাব খাটানোর অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে যশোরে এমন একাধিক চক্রের তৎপরতা বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে। যা কেবল সাংবাদিকতার ভাবমূর্তি বিনষ্ট করছে না, বরং প্রকৃত পেশাদার সাংবাদিকদেরও বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে। জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টিকারী দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোরের সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। বুধবার (৮মে ২০২৫) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ রক্ষা এবং সম্প্রতি সাংবাদিকতার নামে দুর্বৃত্ত চক্রের অনৈতিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনাকালে বলা হয়, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষা নয়; এটি জনগণের অধিকার,ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে একটি পেশাগত অঙ্গীকার। কিন্তু যশোরের সাংবাদিক নামধারী...