০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গভীর সমুদ্রের বিরল প্রাণী ওরফিশ-কে অনেকেই ‘কিয়ামতের মাছ’ বা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মনে করেন। ধারণা আছে, এটি পানির ওপর ভেসে উঠলে ভূমিকম্প বা সুনামির আশঙ্কা থাকে।৮ মিটার পর্যন্ত লম্বা হয় এবং সাধারণত গভীর পানিতে লুকিয়ে থাকে। জাপান ও ফিলিপাইনে একটি পুরনো বিশ্বাস আছে—যখন এই মাছে তীরে বা অগভীর পানিতে দেখা যায়, তখন নাকি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আগে এমন মাছ তীরে দেখা গিয়েছিল বলেও অনেকে দাবি করেন। তবে বিজ্ঞানীদের মতে, ওরফিশের ওপরিভাগে ভেসে ওঠা কোনো প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত নয়। বরং, এটি তখনই ভেসে ওঠে যখন সেটি অসুস্থ, আহত বা মৃত্যুর কাছাকাছি অবস্থায় থাকে।তাদের মতে, ওরফিশকে ‘কিয়ামতের মেছো’ বলা বা...