বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা। বুধবার (৮ অক্টোবর) বিকালে ছাতক দোয়ারাবাজারে ব্যানারে ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথি হিসেবে কলিমউদ্দিন আহমদ মিলন এ কথা বলেন। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা জানিয়ে তিনি বলেন, আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে আনতে। মিলন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে বিএনপি ইতোমধ্যে ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে। আমরা জনগণের দোরগোড়ায়...