০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম রাশিয়া শিগগিরই চীন, সউদী আরব ও মালয়েশিয়ার সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। দেশের পর্যটন খাতের উন্নয়ন নিয়ে কৌশলগত বৈঠকের আগে প্রকাশিত নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।নথিতে বলা হয়েছে, ‘ভবিষ্যতের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-এর অংশ হিসেবে নিকট ভবিষ্যতেই চীন, সউদী আরব ও মালয়েশিয়ার সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে’।সরকার জানিয়েছে, ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে সহজতর ভিসা ব্যবস্থা চালু করার ফলে অতিরিক্ত প্রায় ২০ লাখ বিদেশি পর্যটক রাশিয়া ভ্রমণ করেছেন। নথি অনুসারে, ২০৩০ সালের মধ্যে রাশিয়ায় বিদেশিদের ভ্রমণ সংখ্যা বর্তমান ৫০ লাখ থেকে বেড়ে প্রায় ১ কোটি ১০ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য রাশিয়ার পর্যটন খাতকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক...