বুধবার (০৮ অক্টোবর) জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সকল উপজেলার পেশাজীবী সাংবাদিকবৃন্দ ব্যানারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবে হেনস্তাসহ মৃত্যুে ঝুঁকিতে থাকে। সরকারি প্রশাসনের উদাসীনতার কারণে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা বার বার দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব পালনে ন্যায়সঙ্গত বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ - সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস ও সাধারণ সম্পাদক...