এসব কারণের মূলে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া। বিশেষ করে গত বছর যখন সরকার পতন হয়, তখন শিল্পাঞ্চলগুলোতে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে থাকে। আশুলিয়ার শিল্প কারখানাগুলোয় শ্রমিক বিক্ষোভ দেখা দেয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বেক্সিমকো গ্রুপের কর্মীরা। সেই বিশৃঙ্খলা সামাল দিতে সরকারকে গলদঘর্ম হতে হয়। কিন্তু এখন পর্যন্ত ব্যবসায়ীদের মধ্যে পূর্ণ আস্থা ফিরে আসেনি। পাশাপাশি দেশে গ্যাস ও বিদ্যুতের চরম সংকট বিরাজ করছে। যা নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। নতুন বিনিয়োগ না হওয়ায় নতুন কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু শ্রমবাজারে প্রতিনিয়ত নতুন মুখ যুক্ত হচ্ছে। এসব নতুন মুখের জন্য কর্মসংস্থান দরকার। তা না হলে বেকারত্ব বাড়তে থাকবে। বেকারত্ব বৃদ্ধির বিষয়টি চলমান থাকায়, দারিদ্র্য নিরসনে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কর্মসংস্থান বাড়ানোর কোনো বিকল্প...