০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে ব্যান্ডটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যালবামটি আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি ভক্তদের জন্য একটি বিশেষ সিক্রেট লিসেনিং পার্টি আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। ‘ফিনিক্সের ডায়েরি ২’ অর্থহীনের আগের সফল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’-এর সিক্যুয়াল। প্রথম অ্যালবামটি ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প, সেখানে নতুন অধ্যায়টি আরও অন্ধকার ও প্রতিশোধপরায়ণ আবহে গড়ে উঠেছে। অ্যালবামে থাকছে আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন সংগীতশিল্পীদের অংশগ্রহণ। গ্র্যামি-মনোনীত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি, মাইক স্টার্ন ও পল সায়মন খ্যাত স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রে খ্যাত বেসিস্ট...