০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সংযুক্ত আরব আমিরাতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন টাইগার খেলোয়াড়। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কারজয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। গতকাল যথারীতি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪ নম্বরে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট। সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ হাসান। ছন্দে থাকা ডানহাতি টপ অর্ডার ব্যাটার এগিয়েছেন ১৭ ধাপ। ফলে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪, এটিও ক্যারিয়ারসেরা।...