০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিম খুনের ঘটনায় কুখ্যাত ফজল হক বাহিনীর সশস্ত্র ক্যাডারদের দায়ী করা হচ্ছে। স্থানীয় বিএনপির নেতা কর্মীদের অভিযোগ ফজল হকের ক্যাডারদের হাতে এর আগেও ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েক জন খুন হয়েছেন। তাদের অভিযোগ, ফজল হক বাহিনীর ক্যাডারদের প্রশ্রয় দিচ্ছেন বাতিলকৃত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। বিএনপির এমন অভিযোগ তদন্ত করছে পুলিশ। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, হত্যাকারীদের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। চার জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে কিলিং স্কোয়াডের সদস্যদের ছবিও পাওয়া গেছে। এসব যাচাই করা হচ্ছে। তারা আশাবাদী খুব শিগগিরই আসামি ধরা পড়বে। জানা গেছে সন্ত্রাসী বাহিনী প্রধান ফজল হক বর্তমানে মধ্যপ্রাচ্যের...