০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের আওতায় সিলেট পর্যন্ত সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু এই সড়কের নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। রাজধানীর থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, কিশোরগঞ্জ, নরসিংদী, শ্রীমঙ্গল, মৌলভীবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে গণপরিবহন।দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দিয়ে চলাচল করে বিভিন্ন জেলার যানবাহন। পণ্য পরিবহনে রয়েছে এই সড়কের অপরিসীম গুরুত্ব। সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি যোগাযোগের ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন এই সড়কে চলাচলকারী পরিবহনের চালক ও যাত্রীরা। ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা এমনি বেহাল যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পরিদর্শনে এসে নিজেই দীর্ঘ যানজটে পড়েছেন। আশুগঞ্জের সোহাগপুর এলাকায় দুই ঘণ্টা আটকা থাকার পর শেষ পর্যন্ত মোটরসাইকেলে করে...