০৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার ১৪ নং ওয়ার্ডের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়া ও ডি এন রোড গোয়ালপাড়া এলাকায় একযোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে একটি নির্মাণাধীন ভবনের ডেভেলপারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।একই সাথে ডেঙ্গু হটস্পট চিহ্নিত স্থানগুলো পরিদর্শন করা হয় এবং ডেঙ্গুর লার্ভা জন্মানোর স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন ও নর্দমার ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “ ডেঙ্গু...