০৯ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার ১৭টি স্থানে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফায়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পৃথক দুইটি আবেদনে দুদকের পক্ষে উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।দুদকের আবেদন সূত্রে জানা যায়, আলতাব হোসেনের নামে ফরিদপুরে ১২টি স্থানে জমি রয়েছে যার মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া ঢাকার গুলশানে একটি প্লট ও বাড়ি যার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা। এছাড়াও স্ত্রী জিয়াসমীনের নামে দুইটি প্লট ও বাড়ি যার মূল্য ২ কোটি ৫৯ লাখ টাকা। এছাড় ফরিদপুরের দুইটি প্লট জমি যার মূল্য ৩ লাখ টাকা।পৃথক দুই আবেদনে...