০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে খেলা জর্ডানে শুরু হবে ১৩ অক্টোবর। তার আগে প্রীতি ম্যাচে সিরিয়ার মতো দলকে হারিয়ে নিজেদের শক্তি জানান দিলেন অর্পিতা বিশ^াসরা। মঙ্গলবার রাতে আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে বাংলাদেশ। দুবাই থেকে বাংলাদেশ নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য মতে ম্যাচের দু’টি গোলই করেন ফরোয়ার্ড আলপী আক্তার। যদিও এই ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল দেয়নি। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি। অর্পিতাদের পরের ম্যাচ আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। চলতি বছরের মার্চ উইন্ডোতে দুবাইয়ে দু’টি...