ঢাকার দুই সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে বেওয়ারিশ লাশ দাফনে জটিলতা দেখা দিয়েছে। ফলে হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ জমছে। বর্তমানে মর্গে সারি সারি অচেনা ব্যক্তির লাশ। ওসব লাশের কারো শরীরে ধরেছে পচন, কারো হাত-পা শক্ত হয়ে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও কেউ লাশ শনাক্ত করতে আসেনি। মর্গে ঠাঁই পাওয়া ওসব লাশ নাম-পরিচয় না মেলায় এখন বেওয়ারিশ। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের অসহযোগিতার কারণে ওসব বেওয়ারিশ লাশের কবরের জায়গাও মিলছে না। আঞ্জুমান মুফিদুল ইসলাম এবং হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ২০টি আর স্যার সলিমুল্লাাহ মেডিকেল কলেজ মর্গে পাঁচটি বেওয়ারিশ লাশ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ ডিএসসিসির আওতাধীন হওয়ায় মর্গে থাকা ২০ লাশ রায়েরবাজারে ডিএনসিসির কবরস্থানে...